সভাপতির বাণী

  • হোম
  • সভাপতির বাণী
আফিফা আতিক উর্মি

সভাপতি

ময়মনসিংহ ভেটেরিনারি এন্ড মেডিকেল টেকনোলজী ইনস্টিটিউট” এর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনারা অবগত যে, ভেটেরিনারি ও পশু পালন শিক্ষা পশু সম্পদ সেক্টরে দেশে এবং বিদেশে প্রচুর কর্মক্ষেত্রের চাহিদা রয়েছে। আপনি হয়তো সাধারণ শিক্ষা শিক্ষিত হয়ে বিএ, এম.এ পাশ করে বেকার জীবনের প্রহর গুনছেন, আপনি উচ্চ শিক্ষা অর্জন করে কোন কর্ম পাচ্ছেন না, অর্থনৈতিক অস্বচ্ছলতা কিংবা কর্মসংস্থানের অভাবে পরিবারের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারছেন না, আপনার বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করার জন্য প্রতিমাসে ৬০,০০০-১,০০,০০০ (ষাট হাজার থেকে একলক্ষ টাকা) উপার্জনের জন্য আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন “ময়মনসিংহ ভেটেরিনারী এন্ড মেডিকেল টেকনোলজী ইনস্টিটিউট” এর মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে ব্যবহারিক ক্লাশ এবং থিওরী ক্লাশের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছি। বর্তমান বিশ্বে কারিগরি শিক্ষা মানুষের আর্থসামজিক উন্নয়নের চাবিকাঠি। জনবহুল বাংলাদেশে সর্বস্তরে কারিগরি শিক্ষার প্রসার না হওয়ায় দেশে উন্নয়নের শ্লথ। সাধারণ শিক্ষা গ্রহণ করে বর্তমান প্রতিযোগীতামূলক বিশ্বে টিকে থাকা প্রায় অসম্ভব। কারিগরি (ভেটেরিনারি) শিক্ষার অভাবে অনেকে চাহিদানুযায়ী রোজগারের সামর্থ হয় না। ফলে সমাজে দারিদ্রতা ও পুষ্টিহীনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার মূলে রয়েছে বেকার সমস্যা। বেকার সমস্যার সমাধান করতে হলে প্রয়োজন দ্রæত কৃষির আধুনিকায়ন ও শিল্পায়ন। সর্বস্বরের কারিগরি শিক্ষার মাধ্যমে কৃষির আধুনিকায়ন ও শিল্পায়নের বিকল্প নেই। বর্তমান শিক্ষানীতিতে কারিগরি শিক্ষাকে সর্বক্ষেত্রে গুরুত্ব প্রদান করা হলেও প্রাণি সম্পদ বিভাগে মাঠ পর্যায়ে কাজ করার জন্য দক্ষ জনশক্তি মাঠ কর্মীর অভাবে ডিম, দুধ ও মাংসের উৎপাদন দেশের মানুষের চাহিদা অনুযায়ী বৃদ্ধি পায়নি। তাই আমিষ জনিত পুষ্টিহীনতার অভিশাপ থেকে জাতি আজও মুক্তি পায়নি, যদিও ডিম, দুধ ও মাংসের উৎপাদন পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে, কিন্তু সঠিক উৎপাদন পদ্ধতি, বিজ্ঞান সম্মত ব্যবস্থাপনা ও আধুনিক বিপণন ব্যবস্থার অভাবে পোল্ট্রি ও লাইভস্টক একটি স্থায়ী শিল্পের রূপ লাভ করেনি। সঠিক উৎপাদন পদ্ধতির প্রয়োগ, বিজ্ঞান সম্মত ব্যবস্থাপনা ও আধুনিক বিপণন ব্যবস্থা গড়ে না উঠার কারণ বিশেষ করে মাঠ পর্যায়ে দক্ষ এবং প্রশিক্ষিত জনশক্তির অভাব। এ কথা অনস্বীকার্য যে, জন সাধারণের দোরগোঁড়ায় পোল্ট্রি ও প্রাণি স্বাস্থ্য সেবা কেন্দ্র না থাকায় শুধু যে ডিম, দুধ ও মাংসের উৎপাদন ব্যাহত হয়েছে তা কিন্তু নয়, জনগণও প্রতিনিয়ত আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। জনগণের দোরগোঁড়ায় পোল্ট্রি ও প্রাণিস্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার জন্য প্রয়োজন মাঠ পর্যায়ে দক্ষ ও প্রশিক্ষিত জনবল যা বর্তমানে অনুপস্থিত। মেধা সম্পন্ন সকল শিক্ষার্থীর সুযোগের অভাবে উচ্চ শিক্ষা গ্রহণ করতে সমর্থ হয় না। সেই সকল শিক্ষার্থী পোল্ট্রি ও লাইভস্টক বিষয়ে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স সমাপ্ত করে দক্ষ জনশক্তি হিসেবে দেশ বিদেশে অবদান রাখতে সক্ষম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, পোল্ট্রি অথবা লাইভস্টক বিষয়ে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স করার মতো কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই বললেই চলে। ময়মনসিংহ ভেটেরিনারি এন্ড মেডিকেল টেকনোলজী ইনস্টিটিউট প্রাণী স্বাস্থ্য ও পোল্ট্রি প্রডাকশনের উপর ১ বছর মেয়াদী সার্টিফিকেট কোর্স বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে (কেওয়াট খালী পোল্ট্রি ফার্ম সংলগ্ন স্থানে) চালু করেছি। আমরা দৃঢ় বিশ্বাস করি আমাদের এই প্রচেষ্টায় দক্ষ জনশক্তি সৃষ্টির মাধ্যমে দেশে ও বিদেশে, সরকারি এবং বেসরকারি পর্যায়ে আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে।

আপনাদের এই প্রশিক্ষণে থাকা, খাওয়া এবং+ তরল নাইট্রোজেন ক্যান এবং আনুসাঙ্গিক যন্ত্রপাতি সরবরাহ করি। উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় তরল নাইট্রোজেন গ্যাস, সিমেন, নাইট্রোজেন ক্যান ও প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি সরবহার করি। আমাদর অন্যান্য ট্রেডের কোর্স সমূহ: যেমন, পশুর কৃত্রিম প্রজনন, প্রাথমিক চিকিৎসা, ডেয়রী ফার্শ ম্যানেজমেন্ট, এনিম্যাল রেয়ারিং ইত্যাদি কোর্স সমূহ যথা নিয়মে হাতে কলমের ব্যবহারে শিক্ষা দেওয়া হয়। কারিগরী বোর্ডের নিয়ম অনুযায়ী পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে।

আপনি যদি বেকারত্বে অভিশাপ থেকে মুক্ত হতে চান, তাহলে আমাদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভরশীল হয়ে বেকারত্ব দূর করতে পারেন। প্রতি মাসে কমপক্ষে ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকা নিজ এলাকায় উপার্জন করে, পরিবারের মা, বাবা, ভাই, বোন ও স্ত্রীর দায়িত্বভার নিতে পারেন। আপনাকে গড়ে তোলা আমাদের দায়িত্ব-ইনশাল্লাহ।

বেকার যুবকদের কর্মমুখী শিক্ষা প্রদানের বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ড বিশেষ ভূমিকা রাখছে। বর্তমানে এই বৃহৎ জনগোষ্ঠীর প্রোটিনের চাহিদা পূরণের জন্য গবাদী প্রাণীর কৃত্রিম প্রজনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ।

আমার বিশ্বাস গবাদী প্রাণীর কৃত্রিম প্রজনন সহ  সকল স্তরের শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট কোর্স  ৩ মাস, ৬মাস,১বছর মেয়াদী শিক্ষাদান দেশে পশুপালন ও প্রাথমিক পশু চিকিৎসা সহায়ক হইবে।

আপনাদের মঙ্গল কামনায়


আফিফা আতিক (উর্মি)
চেয়ারম্যান
ময়মনসিংহ ভেটেরিনারি এন্ড মেডিকেল টেকনোলজি
ময়মনসিংহ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন)।
মোবাইল: ০১৯৭৯১৬৬৩০৭

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'libsodium.so' (tried: /opt/alt/php73/usr/lib64/php/modules/libsodium.so (/opt/alt/php73/usr/lib64/php/modules/libsodium.so: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php73/usr/lib64/php/modules/libsodium.so.so (/opt/alt/php73/usr/lib64/php/modules/libsodium.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: